কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মোবারক (২৭) নামে এক টমটম যাত্রী নিহত হয়েছেন। এ সময় টমটমের আরও চারজন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, টমটমে করে বেশ কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জিদ্দাবাজার পৌঁছালে যাত্রীবাহী টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টমটমের যাত্রী মোবারক নিহত হন। এ সময় টমটমের আরও চারজন যাত্রী আহত হন। পরে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও টমটম জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত: