কক্সবাজার, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৫ শিক্ষার্থী আহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছের সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ হওয়া দুটি গাড়ির একটিতে ওই পাঁচ বাংলাদেশি তরুণ ছিলেন। আহত সাতজনের মধ্যে মুহিতুল ইসলাম নামে এক বাংলাদেশির শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তারা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে বোস্টনে পড়াশোনা করছেন। অপর গাড়ির দুজনের অবস্থাও সংকটাপন্ন।

স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তারা সবাই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করছেন। ছুটিতে ওয়াশিংটন ডিসিতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, সংঘর্ষে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সেডান গাড়ি থেকে তিনজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত: