বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।
রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা নাজমুল হাসান দুপুরে জানান, বেশ কিছুক্ষণ ধরে গ্রামীণফোনের কোনও সংযোগ পাচ্ছি না।
মিজানুর রহমান নামের একজন লিখেছেন, মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা পাচ্ছেন কোনও এলাকায়?
এদিকে, এক নোটিসে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।
পাঠকের মতামত: