কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৪০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।
গ্রেপ্তাররা হলেন: কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেনের স্ত্রী লায়লা বেগম (২৮) এবং প্রয়াত মো. সফির ছেলে মো. হারুন (২৯)।
এর আগে শনিবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর ‘জননী পার্সেল সার্ভিস’র সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে ওসি দেবাশীষ চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজার থেকে প্রায়ই দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করে।
“তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
পাঠকের মতামত: