কামাল শিশির, রামু::
কক্সবাজার রামুর ঈদগড়ে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ১৭ লিটার মদসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত পাঁচারকারীর নাম ফখরুল ইসলাম। সে ঈদগাঁও ভোমরিয়াঘোনা গ্রামের মৃত আমির সোলতানের ছেলে বলে জানা গেছে।
২৩ ফেব্রুয়ারি সকালে গোপন সুত্রে সংবাদ পেয়ে রামু থানার এসআই জাফর উল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম ঈদগড় পানেরছড়া নামক এলাকা থেকে একটি রিক্সা তল্লাশি করে ১৭ লিটার মদসহ এই মাদক পাচারকারীকে আটক করে। অভিযানকারি এস আই জাফর উল্লাহ জানান, আটক মাদক ব্যবসায়ী ও তার পালিয়ে যাওয়া সহযোগীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে রামু থানায় মামলা হয়েছে, মামলা নং (৩৩) ২৩/২/২১ ।
পাঠকের মতামত: