কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের সবজিবন গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্যাহ কনের বাড়িতে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করেন। তখন কনে ও বর পক্ষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জানান, ইউনিয়নের সবজিবন গ্রামের প্রবাসী শফিউল আলমের মেয়ের বিয়ে উপলক্ষে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল।
বরপক্ষও উপস্থিত হয়। তখন পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করে দেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ বলেন, সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে গিয়ে বর ও কনেপক্ষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে কনেপক্ষ মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে প্রতিশ্রুতি দেন।
পাঠকের মতামত: