কক্সবাজার, রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে আম পারাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আম পারাকে কেন্দ্র করে ছোট মহেশখালী সিপাহীর পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছালেহ আহামদ নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটলেও আজ রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।

জানা গেছে, একই এলাকার নিহতের ভাইয়ের সঙ্গে আম নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল গফুরের। পরে এক পর্যায়ে আবদুল গফুরের পরিবারের সঙ্গে মারামারি হলে ছালেহ আহামদকে বেদম মারধর করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ছালেহ আহামদের মৃত্যুর খবর আমি পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে। উল্লেখ্য গত ১৫ দিনে মহেশখালীতে ৪টি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত: