কক্সবাজার, রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

বাইশারীতে পেঠান আলী পাড়া সমাজের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের বাইশারীতে পেঠান আলী পাড়া সমাজের তরুন যুবকদের উদ্যোগে করোনা প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পেঠান আলী পাড়া সমাজের মসজিদ কমিটির সভাপতি ও মডেল নুরানী একাডেমীর পরিচালক সাংবাদিক আবদুর রশিদ নেতৃত্বে একদল যুবক একাডেমীর মাঠে প্রায় শতাধিক অসহায়দের মাঝে ৫ কেজি চাউল, ডাউল , তৈল,, পিয়াজ, আলু শাবান সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিতরন করেন।

পেঠান আলী পাড়া মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক আবদুর রশিদ জানান রাজু, ইরফান, লিয়াকত, ফরিদ, আমানুল্লাহ সহ বেশ কয়েকজন মিলে এই উদ্যোগ নিয়ে সমাজের অসহায় খেটে খাওয়া ১০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। াআগমীতে ও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন যুব সমাজের এই উদ্যোগ নেওয়াতে তিনি ধন্যবাদ জানান। পাশাপাশি সকল কে এই দুর্যোগ মুহুর্তে এগিয়ে এসে অসহায়দের পাশে থাকার জন্য আহবান জানান।

পাঠকের মতামত: