কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রামুতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুভ উদ্বোধন করেন এমপি কমল

আবুল কাশেম সাগর, রামু::

রামুতে নব নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন কক্সবাজার সদর ০৩ অাসনের এমপি সাইমুম সরওয়ার কমল।
বুধবার ( ২৬ মার্চ) বিকালে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া,ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ফরিদুল আলম,জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।

এ সময় উদ্বোধক সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১০০শত কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। করোনা প্রতিরোধে কক্সবাজার জেলায় বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি, জনসাধারণের সহায়তার জন্য নানান উদ্যোগ নেয়া হয়েছে। অাতংকিত না হয়ে সরকারী নির্দেশনা পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: