কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রামু গোয়ালিয়ায় পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রামু ধোয়া পালং রেজ্ঞের পশ্চিম গোয়ালিয়ায় পাহাড়ি ছরা সংলগ্ন ধান ক্ষেতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু হয়েছে।

নিহত পুরুষ বন্য হাতির দাঁত অক্ষত রয়েছে। শরীরে কোথাও আঘাতের চিহৃ নেই।

শনিবার ভোরে এ ঘটনার পর দুপুরে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবির জানান, পাহাড় থেকে পড়ে ও অসুস্হ হয়ে পুরুষ হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপেন চাকমার নেতৃত্বে ভ্যাটেরিনারী চিকিৎসকদল বিকালে হাতিটির ময়না তদন্ত সম্পন্ন করেছেন।

পাঠকের মতামত: