কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম কলেজে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী এম এ কালাম সরকারী কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উদযাপন ২০২০ উপলক্ষে বৃক্ষরোপন ও পরিবেশ সংরক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজ মুজিববর্ষের উদযাপন কমিটির আহবায়ক এমদাদুল্লাহ মোঃ ওসমানের সভাপতিত্বে ১৫ মার্চ সকাল ১১টায় কলেজ মাঠে ইংরেজী বিভাগের সিনিয়র অধ্যাপক নিলোৎপল বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ ও.আ.ম.রফিকুল ইসলাম বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। পরিকল্পিত উপায়ে সঠিক বনায়ন গড়ে তুলতে পারলে দেশ পরিবেশ বিপর্যয় হতে রক্ষা পাবে। অর্থনৈতিকভাবেও দেশ হবে লাভবান। তিনি বলেন বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যুদ্ধ বিধ্বস্ত এ দেশটিকে শস্য শ্যামলা সোনার বাংলারূপে গড়ে তুলতে হলে বৃক্ষ রোপন অপরিহার্য। বিশেষ করে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হলে বৃক্ষ বেষ্টনি গড়ে তুলতে হবে। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকন্ডের প্রশংসা করে বান্দরবানের রূপকার পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজর উপাধ্যক্ষ বশির আহমদ, শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যাপক মোঃ শাহ আলম,মোঃ শফিউল আলম,হুুমায়ান কবির চৌধুরী,হেদায়েৎ হোসাইন,প্রিয়তোষ শর্মা চন্দন,কাজী আয়াছ,আবদুল মন্নান,মিজানুর রহমান,নজরুল ইসলাম,মুজিবুল হক,রাবেয়া ফেরদৌসী, হাসান আহাম্মদ সোবহানী,জাহান আরা বেগম লাকি প্রমুখ।

পাঠকের মতামত: