কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রামুতে মারছা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের রামু উপজেলার
জোয়ারিয়ানালা গুচ্ছ গ্রাম নামক স্থানে চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাসের (নাম্বার-১১১-২৭৭) সাথে কক্সবাজারমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ সকাল পৌনে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি রামু থানার ওসি আবুল খায়ের সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রামু থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পাঠকের মতামত: