কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় পলাতক আসামি গ্রেফতার

আহমেদ কবীর, কুতুবদিয়া::

কক্সবাজারের কুতুবদিয়ায় আবদু রশিদ নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ আগস্ট (রবিবার) বড়ঘোপ ইউনিয়নের মগডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবদু রশিদ ওই এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে উপ-পরিদর্শক মকবুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম মগডেইল এলাকায় অভিযান পরিচালনা করে আবদু রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে একটি সি.আর মামলায় (মামলা নং-১৬৭/২১ইং) দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: