কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জাতীয় শোক দিবসে রামু বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক::

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ বর্ডার গার্ড রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)৷

বরিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় রামু উচ্চ বিদ্যালয় মাঠে এবং দক্ষিণ ইমামের ডেইল মাদ্রাসা মাঠে গরীব দুস্থদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে খতমের কোরাআন ও বিশেষ দোয়া মাহফিল করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন রামু পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এএসসি অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক, জিপ্লাস উপ-অধিনায়ক মেজর এ জে এম মাসুম শরিফ এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন সহ প্রমুখ্য।

পাঠকের মতামত: