আবুল কাশেম সাগর, রামু::
লকডাউন বাস্তবায়ন ও সার্বিক শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রামু থানা পুলিশ।
মঙ্গলবার ( ২০ এপ্রিল) উপজেলার চৌমুহনী স্টেশন, রামু বাইপাস ফুটবল মোড়, চা বাগান স্টেশন, চাকমারকুল মাদ্রাসাস্থ কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে লক্ষ্য করা গেছে।
সরাদেশে করোনার দ্বিতীয় টেউয়ে ১ম বারের মত কঠোর লকডাউনের ৭ম দিন রামু থানা পুলিশ জনসচেতনায় পাশাপাশি সরকারী নির্দেশনা বাস্তবায়নে কাজ করে চলছে। সরকারী নির্দেশনা মতে জরুরী সেবা ছাড়া মহসড়কে যান চলাচলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ টিমের কাছে পড়তে হচ্ছে জবাবদিহিতায়।
এ বিষয়ে রামু থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জান জানান, সরকারী নির্দেশনা মোতাবেক জনস্বার্থে লকডাউন বাস্তবায়ন ও উপজেলার সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণে রামু থানা পুলিশ কাজ করে চলছে। আগামী ২৮ এপ্রিল পর্ষন্ত সর্বাত্নক লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে সকলে সহযোগিতা চেয়েছেন।
পাঠকের মতামত: