কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নির্মাণের ৩ বছরের মাথায় নদীগর্ভে বিদ্যালয়

নির্মাণের তিন বছরের মাথায় নদীগর্ভে চলে গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া নদীর ভাঙনে ধীরে ধীরে বিদ্যালয় ভবনটি বিলীন হতে থাকে।

বৃহস্পতিবার সেটি সম্পূর্ণ নদীতে ভেঙে যায়। তবে বিদ্যালয়ের ছাদের কিছু অংশ এখনও পানির উপর দৃশ্যমান রয়েছে।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য বশিরুল হক জানান, ২০১৭ সালে আগে স্থানীয় উদ্যোগে বিদ্যালয়টির কার্যক্রম টিনের ঘরে পরিচালনা করা হত। ২০১৭ সালে নতুন দ্বিতল ভবন নির্মাণ হয়। তখন পাশের নদীটি বহুদূরে ছিল। এরপর গেল দুবছরে অব্যাহত নদী-ভাঙন বিদ্যালয় ভবনটির খুব কাছাকাছি চলে আসে। আর এবারের ভাঙনে ভবনটিকে নদী গ্রাস করে নেয়।

তিনি বলেন, কিছুদিন আগে ভাঙন রোধ করার জন্য বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তাও ফেলা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বর্তমানে করোনার জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে খোলার সাথে সাথে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্লাস করতে পারে সেজন্য নিকটবর্তী বিদ্যালয় অথবা ভবনে ব্যবস্থা করা হবে। আর পরবর্তীতে ভবন করার সময় নদী ভাঙনের বিষয়গুলো আরো ভালোভাবে নজরে রাখা হবে।

পাঠকের মতামত: