কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

হাতে সিনেমা নেই, ৪৬ লাখে গাড়ি কিনে প্রশ্নবিদ্ধ অপু

বিনোদন ডেস্ক::

করোনার এই মহামারীর কারণে এখন পর্যন্ত কোন সিনেমার শুটিং শুরু হতে দেখা যায়নি। এছাড়া গেল দুই ঈদে কোন সিনেমা মুক্তি পেতেও দেখা যায়নি। কাজে আলোচনায় না থাকলেও নানা কারণেই এখন খবরের শিরোনাম হচ্ছে ঢালিউড।

এরমধ্যে নতুন করে আলোচনায় এলো দুই নায়িকার নাম। নামী ব্র্যান্ডের গাড়ি কেনায় এখন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনি যেন আলোচনার মধ্যমণি। করোনার এই সময়ে হাতে কারও সিনেমা না থাকলেও দুই নায়িকার গাড়ি কেনাকে শোবিজের অনেকেই বাঁকা চোখে দেখছেন ।

জানা যায়, গেল ৩০ জুলাই ৪৫ লাখ ৮০ হাজার টাকায় ২০১৯ মডেলের লাল রঙের অডি থ্রি সেলুন গাড়ি কিনেছেন অপু বিশ্বাস। অন্যদিকে চিত্রনায়িকা পরীমনি গত জুন মাসে রয়েল ব্লু রঙের মাসেরাতি ব্রান্ডের একটি গাড়ি কিনেছেন যেটার বর্তমান বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা।

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর সেভাবে সিনেমায় নেই অপু। ২০১৭ সালে থাকে ২০২০ অবধি এই চিত্রনায়িকার মুক্তি পেয়েছে মাত্র ২টি সিনেমা। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমা ছাড়া হাতে আর কোন কাজ নেই অপুর। অন্যদিকে পরীমনির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ২০১৮ সালে।

পাঠকের মতামত: