কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আবুল বশর (৩৩) নামের একজন ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টইটং-বাঁশখালী সড়কের উপজেলার বারবাকিয়ার কাদিমাকাটা রাস্তার মাথায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত আবুল বশর টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, কাটিমাকাটা রাস্তার মাথায় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ এই দূর্ঘটনা ঘটলে সিএনজিতে থাকা ৪জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করে। চট্টগ্রাম নেওয়ার পথে আবুল বশর নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

পাঠকের মতামত: