কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৯ মার্চ) রাতে রামুর মিঠাইছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাইলের ছেলে মো. শহিদ এবং চকরিয়ার চিরিঙ্গা মগবাজার এলাকার আজিজুল হকের স্ত্রী মিনুয়ারা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, রামুর মিঠাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে শহীদ ও মিনুয়ারাকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার ইয়াবা ও ৩৫০ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার করা হয়। দু’জনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: