কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

‘রোহিঙ্গাদের সন্ত্রাসী তৎপরতা রোধে প্রয়োজনে গুলি’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক সন্ত্রাসী তৎপরতা আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের কার্যক্রম তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। এই তৎপরতা অব্যাহত থাকলে প্রয়োজনে গুলি চালানো হবে।

শুক্রবার (২২ অক্টোবর) সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আজ সকালে সিলেটে নগরের বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সভায় মন্ত্রী যোগ দেন। এরপর তিনি ধোপাদীঘির পাড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।রাইজিংবিডি

পাঠকের মতামত: