নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের’ বাস্তবায়নে দ্বিতীয় ‘রোহিঙ্গা ফুটবল লীগ-২৫’ এর আয়োজন করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প খেলার মাঠে আন্তর্জাতিক সংস্থা টিকা, তার্কিশ রেডক্রিসেন্ট ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা করেন প্রধান অতিথি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
উক্ত খেলায় রোহিঙ্গাদের মিয়ানমারে অবস্থিত নিজেদের এলাকার নামে ১৬টি দল টুর্নামেন্ট অংশ নিচ্ছে, যেখানে ম্যাচ চলাকালীন কোনো প্রকারের টিকেট লাগবেনা দর্শকদের। ৪নং ও ১৩নং ক্যাম্পের খেলার মাঠে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ১৫টি ম্যাচ, ফাইনালের মধ্য দিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি এই লীগ শেষ হওয়ার কথা রয়েছে। খেলায় নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করবেন৷
প্রধান অতিথির বক্তব্য মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা যাতে কাঁটাতারের বাহিরে না যাওয়ার জন্য এই ধরনের খেলার আয়োজন করা হয়েছে৷ খেলার মাধ্যমে শারীরিক ও মানসিক ভাবে শক্ত থাকার জন্য এই আয়োজন৷ রোহিঙ্গাদের কয়েকটি প্রিয় খেলার মধ্যে ফুটবল খেলা একটি৷ তাই এই খেলার আয়োজন করেছে আরআরআরসি। প্রতি বছর এমন খেলার আয়োজন করা হবে৷ শেষপর্যন্ত খেলা সুন্দর ভাবে চালানোর জন্য অনুরোধ করেন৷
খেলায় আরও উপস্থিত ছিলেন, আরআরআরসি প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি, সাধারণ রোহিঙ্গা দর্শক ও খেলোয়াড়বৃন্দ৷
পাঠকের মতামত: