জাহেদ হাসান::
কক্সবাজার রামু থানায় ইয়াবাসহ ৫ জন বেদে সম্প্রদায়ের নারী সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
১৯ মে (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার অফিসার ইন্চার্জ (ওসি) আবুল খায়ের ও তদন্ত ওসি রুমেল বড়ুয়ার নেতৃত্ব এসআই সামছুল আরফিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চাকমারকুল ইউনিয়নের পশ্চিম চাকমারকুল ডেংগ্যা পাড়া এলাকার একটি বাড়াবাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতদের তল্লাশী করে তাদের কাছ থেকে ২৩ হাজার ৬ শত ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হলেন ঢাকা সাভার পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মৃত মিন্টু মিয়ার স্ত্রী মনোয়ারা প্রকাশ মনুরা(৫০),সাভার পৌরসভার কাঞ্চনপুর এলাকার মৃত মোহাম্মদ হাছানের স্ত্রী সাধু মিয়ার মেয়ে মোসাঃ হাসিনা আক্তার (২৬),
সাভার পৌরসভার ছোট অমরপুর ৯৭ নং বাসার রিয়াজ উদ্দিনের মেয়ে বিমলা (২৭),
সাভার পৌরসভার পোড়াবাড়ি এলাকার কাজী মিয়ার মেয়ে আলোয়া আক্তার,
সাভার পৌরসভার পশ্চিম পোড়াবাড়ি এলাকার মৃত আজমত আলীর মেয়ে সুজাতা বিবি(৩৭)
এবিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্হানীয়রা জানান বেদে সম্প্রদায়ের মেয়েগুলি এখানে ভাড়া বাসায় থাকতো, দীর্ঘদিন ধরে তারা লোক চক্ষুর আড়ালে ইয়াবা ব্যবসা করত।
পাঠকের মতামত: