কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রামু ট্রাজেডির ৮ বছর: সাক্ষীর অভাবে গতিহীন মামলা

কক্সবাজারের রামু ট্রাজেডির আট বছর আজ। তবে, এখনো শুরুই হয়নি ১৮টি মামলার বিচার। কারণ, মিলছে না সাক্ষী।

ফেসবুকে গুজবের জেরে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে, কক্সবাজারের রামুর বৌদ্ধ পল্লীতে হামলা হয়। কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফের ১৩টি বৌদ্ধ বিহার এবং ৩০টি বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় করা ১৯টি মামলার ১৮টির বাদী পুলিশ। বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তি মামলা করলেও; বিবাদীদের সাথে আপোষ করে তা প্রত্যাহার করেন।

পাঠকের মতামত: