কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রামু খুনিয়াপালং অর্ধকোটি টাকার ইয়াবাসহ যুবক আটক

রামু খুনিয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটকৃত মোঃ আলী হোসেন (২৬),কালুয়ার কলা এলাকার আব্দুল্লাহার পুত্র।
বিষয়টি নিশ্চিতকরেছে সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) অফিসার আবিদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী রামু বাইপাস সড়কের তেমাথা সংলগ্ন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ২৮ অক্টোবর আনুমানিক রাত ১১.১০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্দেহজনকভাবে আটক করা হয়।পরবর্তীতে আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করলে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মুল্য পঞ্চাশ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরো স্বীকার করে, সে দীর্ঘদিন করে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: