জাহেদ হাসান::
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুলের বেলালকে ২ হাজার ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার ৮ জুলাই সকাল ১১.৪০মিনিটের সময়
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে আটক করে।
আটক আসামী মোঃ বেলাল(২৫), পিতা-মৃত খুইল্লা মিয়া, মাতা-হাজেরা খাতুন, সাং-দক্ষিণ চকমারকুল, লম্বরিপাড়া,রামু-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা বিভাগ।
পাঠকের মতামত: