কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রামুর দুই মাদক পাচারকারী ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার

জাহেদ হাসান::
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম বাকলীয়া থানাধীন ফিশারীঘাট নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে।
সোমবার (২১ ডিসেম্বর)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকারের সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক এস এম আলম খানের নেতৃত্বে একটি টিম বাকলীয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় সন্ধ্যা ৬ টা থেকে সোয়া ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ ওই ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করে।
আসামী ১।লুতু মিয়া (১৯)পিতা- আলম নুর, মাতা- জাহানারা বেগম,২।মোঃ জাহেদ পিতা মৃত নজরুল মিয়া, মাতা হালিমা খাতুন,উভয় সাং- জোয়ারিয়া নালা, সওদাগর পাড়া, ৭ নং ওয়ার্ড, রামু- কক্সবাজার।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে বাকলীয়া থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার।

পাঠকের মতামত: