কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রামু’র জোয়ারিয়ানালার রাবার বাগান এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আবদুল মালেক সিকদার::

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান জুম্মাঘোনা এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। রোববার ২২ মার্চ রাত ৮ টার দিকে অজ্ঞাতনামা যুবকের লাশটি থানা পুলিশ উদ্ধার করে রামু থানায় এনেছে।

কেউ লাশটি পরিচয় পেলে রামু থানার এসআই গনেশ চন্দ্র শীলের সাথে ০১৮৩৬ ৩০২০০৭ নাম্বার মোবাইল ফোনে অথবা রামু থানায় সরাসরি যোগাযোগ করার জন্য রামু থানা পুলিশ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত: