কক্সবাজার, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

রামুতে ৭৫ রাউন্ড গুলি ও তাজা কার্তুজ’সহ আটক ২

হাবিবুর রহমান সোহেল, রামু::

কক্সবাজারের রামুর পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ দুই অস্ত্র চোরাচালানকারী’কে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৫। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ২ টা ৩০ মিনিটের সময় রামুর পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন এলাকার মৃত কাজি ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক (৩০) এবং রামুর রশিদনগরের ধলিরছড়া এলাকার আবুল হোসেনের ছেলে সরওয়ার কামাল(৩১)।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ ২ জনকে আটক করতে সক্ষম হন।

আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: