কক্সবাজার, রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

রামুতে ৩ হাজার ইয়াবাসহ সিএনজি ড্রাইভার আটক

জাহেদ হাসান::
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সিএনজি করে ইয়াবা পাচারকালে এক  পাচারকারীকে গ্রেফতার করেছে।
১৪ মে (বৃহস্পতিবার) রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার গামী একটি নাম্বার বিহীন সিএনজি গাড়ি তল্লাশী করে গাড়িতে কৌশলে লুকানো ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ  পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটক পাচারকারীর নাম মোঃ হাশিম, সে টেকনাফ উপজেলার বাসিন্দা।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ আবু আব্দুল্লাহ মুঠোফোনে নিশ্চিত করে জানান, গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে এবং মাদক পাচারে ব্যবহৃত সিএনজি গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।

পাঠকের মতামত: