কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রামুতে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান: যাত্রী পরিবহনে অর্থদন্ড

আবুল কাশেম সাগর, রামু::

সারাদেশের ন্যায় সাত দিনের লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে রামু উপজেলা প্রশাসন।
সোমবার ( ৬ এপ্রিল) সকাল থেকে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশন, রামু বাইবাস, রামু পুরাতন বাইবাস, রামু চাগান, জোয়ারিয়ানালা স্টেশন, রশিদনগর ইউনিয়নের পানিরছাড়া মামুন মিয়া বাজারস্থ চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
লকডাউন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন রামু থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জান এর নেতৃত্বে পুলিশের একটি টিম, সাথে ছিল আনসার সদস্যরা।
অভিযান বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, সরকারী নির্দেশনা বাস্তবায়ন মাঠ প্রশাসন হিসেবে আমরা রামু উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছি। উপজেলার করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে জনস্বার্থে শুরু থেকে মাইকিং, স্বাস্থ্যবিধি মানা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদন্ড প্রদান করে আসছি। এরই ধারাবািহকতায় ৫ এপ্রিল ভোর হতে সাত দিনের লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি মহামারি কোভিট-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারী ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

পাঠকের মতামত: