কক্সবাজার, বুধবার, ১২ মার্চ ২০২৫

মিয়ানমারের অবিস্ফোরিত আরপিজি সেভেন ঘুমধুমের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবিস্ফোরিত এক আরপিজি সেভেন গোলা উদ্ধার করেছে ঘুমধুম পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার কোলাল পাড়া এলাকার জাহিদ আলমের বাড়ি থেকে গোলাটি উদ্ধার করা হয়৷
ঘুমধুমের স্থানীয় সংবাদকর্মী মাহমুদ হাসান উখিয়া বার্তা ডটকমকে জানান, রোববার বিকালে ঘুমধুম সীমান্তের জাহিদ আলমের  ছেলে জাহাঙ্গীর আলম অবিস্ফোরিত আরপিজি সেভেন গোলাটি দেখতে পাই৷ পরে স্থানীয় ঘুমধুম পুলিশ ফাঁড়িতে দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘিরে রাখা হয়৷ তবে ধারণা করা হচ্ছে এটি গতবছর ২৪ সালের ফেব্রুয়ারীতে যখন মিয়ানমারে আরকান আর্মি ও মিয়ানমার সরকারি বাহিনীর সাথে যুদ্ধ চলাকালে গোলাটি এখানে এসে পড়তে পারে৷
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক উখিয়া বার্তা ডটকমকে জানান, অবিস্ফোরিত আরপিজি সেভেন গোলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এবং সেখানে বিজিবিও আছেন৷ এটি ধ্বংস করার জন্য সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে৷

পাঠকের মতামত: