কক্সবাজার, রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গ নির্মাণ কাজের উদ্বোধন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গ ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এই মর্গ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক ও হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গ না থাকায় বহুদিন ধরে রোগী, চিকিৎসক সহ হাসপাতালের বিভিন্ন রোগী স্বজনরা বিব্রতকর অবস্থার মুখোমুখি হন প্রতিনিয়ত। কয়েকদিন আগে মহেশখালী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি সম্পর্কে অবগত হয়ে হোপ ফাউন্ডেশনকে একটা মর্গ নির্মাণ করে দেয়ার অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. ইলিয়াছ সুমন, প্রজেক্ট ম্যানেজার মো. রুহুল আমিন, হোপ ফাউন্ডেশনের ডা. তানসির হোসাইন জিসান, রোগী সম্বনয়কারী ছমিদ করিমসহ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ৷

পাঠকের মতামত: