কক্সবাজার, রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মহেশখালী দুর্গম পাহাড় থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ১

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের সন্ত্রাসী মোহাম্মদ আবছার ওরফে কালাবদা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

১২ জুলাই রবিবার দিবাগত রাতে উপজেলার হোয়ানক কালাগাজীর পাড়ার দুর্গম পাহাড়ী আস্তানা অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মহেশখালী থানা পুলিশ।

এ সময় তার কাছে ২টি বন্দুক ও কার্তুজসহ বেশ কিছু ইয়াবাও উদ্ধার করা হয়েছে এমন তথ্য পুলিশের।

আটক কালাবদা হোয়ানক ইউনিয়নের হামিদুর রহমান পাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে পেট্টুইয়্যার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যা সহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: