কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মহেশখালী থেকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্র

কক্সবাজার শহরের ৬ নম্বর জেটিঘাট থেকে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক স্বামী -স্ত্রী টেকনাফ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তাঁর স্ত্রী খুরশীদা আক্তার (২৬)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পরিদর্শক প্রতুল কুমার শীলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর জেটিঘাট পন্টুনে মহেশখালী থেকে স্পিডবোটযোগে আসা স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকদের স্বীকারোক্তি মতে, আগ্নেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে কিনে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

পাঠকের মতামত: