কক্সবাজার, রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মহেশখালীর সোনাদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ডস কার্তুজ উদ্ধার করেছে।

১১ জুলাই রাতে সোনাদিয়ার পূর্ব ভিটার চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এইসব দেশীয় অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড জানায়, সোনাদিয়ার পূর্ব ভিটার চ্যানেলে অবস্থান কালে কোস্ট গার্ড সদস্যরা একটি ছোট কাঠের নৌকায় ৩-৪ জন লোক দেখতে পেয়ে টর্চ লাইটের আলোর মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।

কিন্তু তারা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পানিতে লাফ দিয়ে সাঁতরে প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত নৌকায় তল্লাশী করে ৫ টি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ডস কার্তুজ উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: