কক্সবাজার, রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলার পৌরসভার চরপাড়ায় ছুরিকাঘাতে জালাল উদ্দীন নামে (এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২০) জুলাই দিবাগত রাত ২টার সময় উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল চরপাড়া আদর্শ গ্রাম এলাকার ফোরকার আহমদ প্রকাশ বাসিন্যার ছেলে। নিহতের বড় ভাই জাহেদ উদ্দীন জানান, তার ভাই প্রতিদিনের মতো রাতে দোকানেই ছিল। শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করেছে।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জালালকে হত্যার কারণ অনুসন্ধানে সম্ভাব্য সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ওসি বলেন, “কি কারণে শাহজালাল খুন হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

তবে দোকানের লেনদেন অথবা ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার ক্লু’ ও খুনি শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: