কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধ: উখিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল!

ভারতীয় আগ্রাসনে বাংলাদেশের সীমান্তবর্তী ফেনী,নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ির ৪৭টি উপজেলায় বন্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে কোর্টবাজার স্টেশনে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। মিছিলে ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কয়েকটি জেলায় বন্যার সৃষ্টি করায় তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এসময় দ্রুত বিষয়টি নিয়ে সমাধানের পথ বের না করলে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

বাংলাদেশের যেসকল এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং বন্যায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে ক্ষতিগ্রস্থ সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।

পাঠকের মতামত: