কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিয়ে করলেন পূর্ণিমা

অভিনেত্রী পূর্ণিমা বিয়ে করেছেন। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে বলে নিউজবাংলাকে জানান পূর্ণিমা। তিনি বলেন, ‘দুই পরিবারের সম্মতিতে ঢাকাতেই ২৭ মে আমাদের বিয়ে হয়।

পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তার সঙ্গে পূর্ণিমার পরিচয় ৪ বছর ধরে। কাজের সূত্রেই পরিচয়।

পূর্ণিমা বলেন, ‘একসময় আমাদের ভালো বন্ধুত্ব হয়। আমাদের ঘনিষ্ঠতা বাড়লে পরিবারকে জানানো হয়। পরিবার থেকেই বলা হয় বিয়ের সম্পর্কে জড়াতে।’

পূর্ণিমার স্বামী রবিন ঢাকাতেই থাকেন। তিনি একটি মাল্টিন্যাশনাল কম্পানিতে মার্কেটিং বিভাগে কাজ করেন বলে জানান পূর্ণিমা।

রবিন অস্ট্রেলিয়া থেকে ডাবল মাস্টার্স করেছেন বলেও জানান এ অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, ‘নতুন জীবনে পা দিয়েছি। সবার কাছে দোয়া চাইছি।’

পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে ভেঙে প্রায় থেকে তিন বছর আগে।

পূর্ণিমা বলেন, ‘আমাদের সম্পর্ক নেই প্রায় তিন বছর। যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়ের বাবা সে। মেয়েটা স্কুলে পড়ে। সব বিবেচনা করে আমরা বিষয়টি জানাতে চাইনি।’

তিনি আরও বলেন, ‘প্রথম বিয়ের সম্পর্কে আমার আগে থেকেই ঝামেলা ছিল। তা না হলে তো কেউ ইচ্ছা করে সংসার ভাঙতে চায় না।’

মেয়ে এখন পূর্ণিমার সঙ্গে আছে এবং পূর্ণিমার নতুন সম্পর্ককে সে ভালোভাবেই গ্রহণ করেছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: