কক্সবাজার, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

মানবপাচার মামলা

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ৫ দালাল কারাগারে

মানবপাচার ও দমন আইনের মামলায় বান্দরবানে অর্থের বিনিময়ে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিকুল ইসলামের আদালতে পুলিশ গ্রেপ্তারকৃতদের হাজির করে। আদালত অভিযোগ শুনানি শেষে অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, বান্দরবান আলীকদম উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।

জানা যায়, গত শনিবার ভোরে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশু ও প্রাপ্তবয়স্কসহ ৫৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় টাকার বিনিময়ে অনুপ্রবেশে সহায়তাকারী ৫ বাংলাদেশি দালালকেও আটক করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ৫৩ জন রোহিঙ্গা নাগরিকদের সীমান্তপথে পুশব্যাক করা হয়। এ ঘটনায় মানব পাচারের অভিযোগে আটক ৫ বাংলাদেশির বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার ও দমন আইনে মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার জানান, আদালতের নির্দেশে মানব পাচারে অভিযুক্ত ৫ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে মানব পাচার মামলার আলামত হিসাবে আদালতে হাজির করা ৫ রোহিঙ্গা নাগরিককে। তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে নির্দেশ প্রদান করেন আদালত।

পাঠকের মতামত: