কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন কুতুবদিয়া শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একদিনের বেতন সমপরিমাণ টাকা দিয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার শিক্ষা কার্যালয়ের অধীনে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক শিক্ষকরা।

তাদের ৪০২ জনের একদিনের বেতনের পরিমাণ ২ লাখ ৪৯ হাজার ৮৪০ টাকা। এরমধ্যে উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ ৩ জনের ৩ হাজার ২১৩ টাকা এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক ৩৯৯ জনের ২ লাখ ৪৬ হাজার ৬৩২ টাকা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুতুবদিয়া সোনালী ব্যাংকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ টাকা জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন, উপজেলা শিক্ষা কার্যালয়ের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুসলিম উদ্দিন।

তিনি বলেন, কুতুবদিয়া উপজেলা শিক্ষা কার্যালয় থেকেও বন্যা দুর্গতদের সহায়তায় উপজেলা শিক্ষা কার্যালয়ের অধীনে ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯৯ জন শিক্ষকরা একদিনের বেতন সমপরিমাণ টাকা দিয়েছেন বলে জানান তিনি।

পাঠকের মতামত: