কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ৫ দোকান পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় চা বিক্রির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তাৎক্ষনিকভাবে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোছাইন ফায়ার সার্ভিস কল না করলে আরো বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যেত বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার টইটং ইউপির বটতলিস্থ ঝুমপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

একই এলাকার আবদু ছাত্তার, মনির, ইছাক, আমিন ও আব্বাছের মালিকনাধীন দোকান পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানিয়েছেন টইটং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।

তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যাওয়া জাহেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, পুড়ে যাওয়া দোকানগুলোর একটি থেকে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়। তাতে ২০ লাখ টাকার ক্ষতি হয়। পেকুয়া থানা পুলিশ পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: