কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় হত্যা মামলার আসামী মো. জালাল উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বিলহাছুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জালাল ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, জালাল উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: