কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় ব্যাপক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে৷ এ উপলক্ষে বুধবার সকালে পেকুয়া উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে ও পেকুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি জাহিদুল ইসলাম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ বিএ, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু, বীর মুক্তিযোদ্ধা এড.কামাল হোছাইন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুজিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম শাহাদাত হোসাইনসহ আরো অনেকে।

বক্তারা সবাই শহিদ বুদ্ধিজীবী দিবসের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছাইফুন নাহার, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবুল হাসেম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনর্চাজ মোঃ সোয়াইব, এই ছাড়াও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন৷

পাঠকের মতামত: