কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছৈয়দ আহমদ (৫৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছৈয়দ আহমদ ওই এলাকার মৌলভী মনির আহমদের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।

পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল সিকদার বলেন, দুপুরে পুকুরে মাটি কেটে ক্লান্ত হয়ে ঘরে ঢুকে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন ছৈয়দ আহমদ। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: