কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের ধাক্কায় আহত দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে নাজমুল ইসলাম (১০) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর ছাত্র সিদ্দিকুর রহমান (১১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামে রহমানীয় হেফজখানা ও এতিমখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল শিলখালী ইউনিয়নের কাছারীমুরা গ্রামের নুরুল হকের ছেলে।
আহত সিদ্দিকুর একই গ্রামের রাশেদুল আলমের ছেলে। দুইজনই রহমানীয় হেফজখানা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বারবাকিয়া বাজার থেকে খালি একটি ট্রাক মাদ্রাসা গেট এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পাঠকের মতামত: