কক্সবাজারের পেকুয়ায় চোর সন্দেহে জিয়াবুল হোসাইন (২৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোমবার রাতে নিহত জিয়াবুলের মা দিলু আরা বেগম বাদী হয়ে দুজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতসহ ১৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, হত্যা মামলায় আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শিলখালী ইউনিয়নের লম্বামুরা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ভোরে বাড়ি যাওয়ার পথে চোর আখ্যা দিয়ে জিয়াবুলকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন।
এ সময় তিনি মারা গেছেন ভেবে দুর্বৃত্তরা সটকে পড়েন। পরে কয়েকজন লোক তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর ভোর ৪টার দিকে মারা যান জিয়াবুল।
পাঠকের মতামত: