কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় চাচার হাত কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা

কক্সবাজারের পেকুয়ায় চাচার হাত কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার বিকালে আহত আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে এ মামলাটি রুজু করেন। ওই মামলায় ভাতিজা আলমগীরসহ ৭জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার সকালে পেকুয়া সদরে যাওয়ার পথে মইয়াদিয়া এলাকায় আলী হোসেন (৫০) কে ধারালো দা দিয়ে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে ভাতিজা আলমগীর। এসময় দায়ের কোপে ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় তার। গুরুতর আহত আলী হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলী হোসেন ও আলমগীর আপন চাচা-ভাতিজা।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আজম বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন আলী হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে অপহরণের শিকার হন। আলী হোসেন বাদি হয়ে পেকুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ভাতিজা আলমগীর ওই মামলার ২নম্বর আসামি। গত দেড় মাস আগে আলমগীর ওই মামলায় কারাগারে যান। সম্প্রতি তিনি কক্সবাজার কারাগার থেকে জামিনে মুক্ত হন। জামিনে এসে মামলায় আসামি করায় চাচা আলী হোসেনকে কুপিয়ে আহত করে হাতের বিজি কেটে দেন আলমগীর।

পাঠকের মতামত: