কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় অস্ত্রসহ দুই কলেজ ছাত্র আটক

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ দুই কলেজ ছাত্রকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ । আটককৃতরা হলেন, (১) মোঃ মিজানুর রহমান (২১), পিতা-জয়নাল আবেদিন, ঠিকানা গ্রাম -পাহাড়িয়াখালী,২ নং ওয়ার্ড, (২) মোঃ মোর্শেদ (২০) পিতা-আবুল বশর,কাচারিমোড়া,১নং ওয়ার্ড, শিলখালী, ইউনিয়ন বারবাকিয়া, থানা- পেকুয়া, জেলা, কক্সবাজার৷

রবিবার (২১ নভেম্বর) রাত ৮ টার সময় পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টীম গোপন সংবাদ এর ভিত্তিতে পেকুয়া থানাধীন চৌমুহনী মোড়,মসজিদ মার্কেট, কাঁচা বাজারের পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়৷

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়৷

তিনি আরো জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে৷

পাঠকের মতামত: