কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পূর্ণাঙ্গ কমিটিই হবে জেলা ছাত্রলীগের ঈদ উপহার-জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

দীর্ঘ অপেক্ষার পর এবার কর্মীদের আশার বাণী শোনালেন ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন। কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিই হবে এতদিন পরিশ্রম করা কর্মীদের ঈদ উপহার৷

শনিবার ( ২৩ মার্চ) দুপুর ৩টায় কক্সবাজারের লালদীঘিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ মারুফ আদনানের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠান মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সভাপতি জাকারিয়া দস্তগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মো. তানভীর আহমেদ স্বাধীন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু৷

এসময় জেলা, উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত বক্তব্য রাখেন এবং সাংগঠনিক রাজনীতি চর্চার সফলতা এবং ব্যর্থতার সংযোজনের জন্য নেতা কর্মীরা মতামত প্রকাশ করেন৷

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, রাজনীতি করতে গিয়ে আমাদেরও ভূল হতে পারে কারণ আমরা মানুষ, সবার কাছে ক্ষমা প্রার্থনা করে আগামীতে কক্সবাজার জেলাকে ছাত্ররাজনীতির এক স্মার্ট ইউনিট রুপান্তরে সবার সহযোগিতা কামনা করছি।

পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি করেন৷

পাঠকের মতামত: