কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলো কিশোর

পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে সেহেরী খেলেন কিশোর সোহেল। তারপর বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করতে বের হন। পথিমধ্যে ছড়ার পানিতে পড়ে মসজিদে যাওয়াই হলোনা বাড়িতে ফিরলো লাশ হয়ে।

মঙ্গলবার (৩০মার্চ) ভোরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ী মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ সোহেল একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মোহাম্মদ সোহেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ফজরের নামাজের আযান হলে সে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। মসজিদে যাওয়ায় পথে সে পাহাড়ি ছড়ায় নেমে পানিতে ডুবে যায়। তলিয়ে যেতে দেখে মুসল্লি খলিলুর রহমান তাঁকে উদ্ধার চেষ্টা চালায়। তিনি ব্যর্থ হয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা ছড়ার পানি থেকে সোহেলের মরদেহ উদ্ধার করেন।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপমৃত্যুর সত্যতা পেয়ে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পাঠকের মতামত: